পঞ্চগড় তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি, শৈতপ্রবাহে বিপাকে মানুষ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:৫৮ এএম | আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:৫৮ এএম
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ ডিগ্রির ঘরে নেমে গেছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে পৌষ মাসের শেষের দিকে কনকনে ঠান্ডা ও হালকা কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্ত মানুষ তীব্র কষ্টে দিন পার করছে। বর্তমানে রোদের দেখা মিললেও তেমন তাপ নেই।
দিনমজুর, চা ও পাথর শ্রমিকরা শীতের তীব্রতায় কাজও করতে পারছে না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন অসহায় মুখগুলোর।
অপরদিকে টানা পঞ্চম বারের মতো মৃদু শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যা গতকাল সকাল ৯টায় ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। উত্তরের হিমেল বাতাসে মৃদু শৈত্যপ্রবাহে অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও পারে।
আরও পড়ুন
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তাঁর স্ত্রী লায়লা গ্রেপ্তার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভগে যাত্রীরা
- রাজশাহীতে বগি লাইনচ্যুত, সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি
- শরীয়তপুরে থানা থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার
- সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪
- ফেলানী হত্যার ১৪ বছর : আ'লীগ সরকারের কাছে বিচার না পাওয়ার আক্ষেপ পরিবারের