আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত : রিজভী
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:৪৪ পিএম | আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:৪৪ পিএম
আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, আমি শেখ হাসিনা ও তার প্রভু যারা আছেন, তাদের বলবো, আপনারা বাংলাদেশকে মনে করেছেন, যে ফুঁ দিলেই তারা চলে যাবে। এদের (দেশের জনগণ) দেশপ্রেম যে কত তীব্র, কত গভীর, এটা দিল্লির সাউথ ব্লক বিবেচনা করেনি। তারা মনে করেছে, শেখ হাসিনাকে রেখে দিলেই আমাদের পারপাস হয়ে যাবে।
রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাথে শেখ হাসিনা যে অসম চুক্তি করেছিল, তার কারণেই ভারত বাংলাদেশকে ছোট করে দেখার সাহস পায়।
শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন রিজভী। তাদের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, সেজন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া শেখ হাসিনার দোসরদের বিচার না হওয়াতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন
- আগামীকাল কারামুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
- দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : রিজভী
- চলতি বছরেই জাতীয় নির্বাচনের দাবি বিএনপির
- যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
- নির্বাচন হলে সব সংকট কেটে যাবে : মির্জা ফখরুল
- কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
- নতুন কাউকে দলে নেবে না বিএনপি
- আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক