1. »
  2. আন্তর্জাতিক

তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক

রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ ১১:৪৮ এএম | আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ ১২:১০ পিএম

তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৬টি ট্রাক পুড়ে গেছে।

এর আগে সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।’