‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ বিএনপির তিন নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ০৬:৪০ পিএম | আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ ১০:১৮ এএম
যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট”- এ যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খশরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং- এর সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
সায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- রূপপুরের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ
- যুক্তরাষ্ট্রে ৭ হাজারের অধিক অভিবাসী গ্রেফতার
- গোপনে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থার কর্মকর্তারা, পেয়েছেন টিউলিপের দুর্নীতির নতুন তথ্য
- কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের ওপর বাড়তি কর আরোপ করলের ট্রাম্প
- আবারো যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
- সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা
- মাঝ আকাশে হেলিকপ্টার-যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
- যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত