আ. লীগের মতো সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবো না : প্রেস সচিব
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৫৮ পিএম | আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৫৮ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড. শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তাদের মুখ বন্ধ করার মতো কোনো কাজ আমরা করবো না, নইলে স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।
আজ শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভুমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা বাংলাদেশ নির্মাণের বড় সৈনিক, তারা স্বাধীনভাবে রিপোর্ট করবে এটাই জুলাইয়ের স্পিরিট। নইলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে কার কি ভূমিকা ছিল তা জানার চেষ্টা করছে সরকার।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবে গণমাধ্যম কর্মীদের ভুমিকা ছিল অতুলনীয়। ৭১ এর মুক্তিযুদ্ধের চেয়েও ২৪ এর গণঅভ্যুত্থানে তাদের সাহসী ভুমিকা ছিল।
রাজনৈতিক দল ও সংগঠনের উদ্দেশে প্রেস সচিব বলেন, আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিবেদন সত্য হলে তা মানতে হবে। কারণ আপনাদের যাতে দায়বদ্ধতার জায়গায় আনা যায় তাই আপনাদের ভুল ধরিয়ে দেয়ার কাজটি করে সাংবাদিকরা। নইলে গণতন্ত্র থাকবে না।
শফিকুল আলম বলেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এখনো দেশে বিদেশে নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে আওয়ামীলীগ। আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদেরকে দেশে বিদেশে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছিল তারা। দেশে উগ্রবাদী গোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
জুলাই বিপ্লবের প্রত্যেকটা ঘটনা লিখে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
আরও পড়ুন
- সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা
- ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আবদুল্লাহ
- প্লট দুর্নীতির ঘটনায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
- বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা : প্রধান উপদেষ্টা
- সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা