রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৬ পিএম
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত একটি গ্রামে জান্তা বাহিনীর হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া আরো ২০ জন আহত হয়েছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাজ্যের রামরি টাউনশিপের কিয়াকনিমাওতে এই হামলা করা হয়। এ ঘটনায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পাঁচ শতাধিক ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারভিত্তিক নিউজসাইট ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। এর উত্তর, দক্ষিণ, কেন্দ্রীয় ওয়ার্ড এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় ৫০০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের মতে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক বাসিন্দারাও রয়েছেন।
বাসিন্দারা জানিয়েছেন, বোমা হামলার ফলে সৃষ্ট আগুন দ্রুত ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়।
পার্শ্ববর্তী তাউংগাপ টাউনশিপে এএ এবং জান্তার মধ্যকার লড়াইয়ের কারণে পালিয়ে আসা লোকজন কিয়াকনিমাওতে আশ্রয় নিয়েছে। এতে গ্রামটির জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে ওই হামলায় ক্ষতি বেশি পরিমাণে হয়েছে।
সূত্র : ইরাবতি
আরও পড়ুন
- দুর্নীতির অভিযোগে মন্ত্রীত্বের পদ থেকে সরানো হচ্ছে টিউলিপকে
- প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
- ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি
- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
- তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জন নিহত
- ভারতে গোহত্যার অভিযোগ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
- গাজায় ইসরায়েলি হামলা : একই পরিবারের ১১ জনসহ নিহত আরও ৫৯
- আবারও ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র