1. »
  2. সমগ্র দেশ

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ এএম

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন ।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স এবং দুটি চলন্ত বাসের মধ্যে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

...গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাস ও অ্যাাম্বুলেন্সে আগুন

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, তারা রাত ২টার সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, 'প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।'