জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০৪:১৫ পিএম | আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০৪:১৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। তিনি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে বৈঠকটির সভাপতিত্বে করবেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রবিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া।
আরও পড়ুন
- মাগুরায় শহীদ রাব্বির শিশু কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান
- বিএনপির ৩ জেলার কমিটি বিলুপ্ত
- মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ছবক শুনতে জাতি রাজি নয় : গয়েশ্বর রায়
- আ'লীগ নিজেদের পকেট ভারী করে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে : মির্জা ফখরুল
- নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ : মঈন খান
- আজ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
- নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা তারেক রহমানের
- খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করলেন কায়কোবাদ