সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০২:৪২ পিএম | আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০২:৪২ পিএম
এখন থেকে সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, কাউকে ধরতে হলে ডিবির পোশাক ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
আজ সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলেও সাফ জানান তিনি।
বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি না এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। রোহিঙ্গাদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না।
উপদেষ্টা আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মীদের সাথে সরকার প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।
এর আগে বেলা ১২টার দিকে ডিবি অফিস পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন
- ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আজ রাতে এয়ার এ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, দেওয়া হবে ভিআইপি প্রটোকল
- দেশে ফিরলেন ভারতীয় কোস্ট গার্ডের আটকৃত ৯০ বাংলাদেশি
- বিডিআর হত্যাকান্ড বিদ্রহ নয়, ছিল আ'লীগের দেশকে দূর্বল করার ষড়যন্ত্র : তদন্ত কমিশনের সভাপতি
- আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া
- যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় কমিশন : সিইসি
- এ বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা