আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০২:১৬ পিএম | আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০৪:১৫ পিএম
আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার ব্যক্তিগতও চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের ছয়জন এবং কাতারের চারজন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন।
তিনি আরও জানান, যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন তিনি। সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তাহলে সেখানে যাবেন, অন্যথায় না।
বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হবে কি-না, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান জাহিদ হোসেন।
বেগম জিয়া যদি সুস্থ হয়ে ওঠেন, তবে দেশে ফেরার পথে ওমরাহ করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, লন্ডনে পৌঁছানোর পর সরাসরি তাঁকে ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
- বিমানবন্দরে মাকে স্বাগত জানালেন তারেক রহমান
- সবাই মিলে একসাথে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা খালেদা জিয়ার
- ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আজ রাতে এয়ার এ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, দেওয়া হবে ভিআইপি প্রটোকল
- দেশে ফিরলেন ভারতীয় কোস্ট গার্ডের আটকৃত ৯০ বাংলাদেশি
- বিডিআর হত্যাকান্ড বিদ্রহ নয়, ছিল আ'লীগের দেশকে দূর্বল করার ষড়যন্ত্র : তদন্ত কমিশনের সভাপতি
- সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা