হত্যা মামলার সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৮ পিএম | আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ০৫:১৬ পিএম
টঙ্গীর বিশ্বর ইজতেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় মামলায় সাদপন্থি নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া নয়টায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, শফিউল্লাহ শরিয়তপুরের নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদা বড় মসজিদের খতিব।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গীতে নিয়ে আসে।
মামলার বাদী পক্ষ তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গীতে আনা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন।
উল্লেখ্য, এ মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেপ্তার হলেন।
আরও পড়ুন
- ফেলানী হত্যার ১৪ বছর : আ'লীগ সরকারের কাছে বিচার না পাওয়ার আক্ষেপ পরিবারের
- রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন
- ফের ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারাদেশ
- ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার
- বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পঞ্চগড়-লালমনিরহাটসহ সারাদেশে বৈইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
- ছয় ঘণ্টার পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক