৯ বছর পর
খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম | আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটেছিল। সে সময় হামলাটি ভিন্নখাতে নিতে নানা নাটক সাজানো হয়। তখন এ ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িতদের গ্রেফতার করেনি। আলোচিত সেই ঘটনায় ৯ বছর পর জড়িত আবুল হাসান (৪০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তেজগাঁও থানা সূত্রে জানায়, গত ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার
- বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
- হত্যা মামলার সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
- পঞ্চগড়-লালমনিরহাটসহ সারাদেশে বৈইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
- ছয় ঘণ্টার পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
- নববর্ষের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা
- হবিগঞ্জের আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত