ছয় ঘণ্টার পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫ ১০:৩০ এএম | আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫ ১০:৩০ এএম
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত পৌনে তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বন্ধ রাখার সময়ে দুই প্রান্তে আটকা পড়ে শতাধিক যানবাহন। এসময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট মানুষেরা।
বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাজিরহাট ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি ‘শাহ আলী’ ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। পরে ধীরগতিতে ফেরিটি ৩ ঘণ্টায় আরিচা ঘাটে পৌঁছায়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ঘন কুয়াশার কারণে ফেরি চালানোর গতি কমানো হয়েছে।
আরও পড়ুন
- ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার
- বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
- হত্যা মামলার সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পঞ্চগড়-লালমনিরহাটসহ সারাদেশে বৈইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
- নববর্ষের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা
- হবিগঞ্জের আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত