রাঙামাটিতে সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ, নিহত ১
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৪ পিএম
রাঙামাটি বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত সদস্যদের উপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পরবর্তী বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা।
তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর সুত্রে জানাগেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এসময় ইউপিডিএফ এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারূফ আহামেদ জানিয়েছেন আমাদের লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাবো।
আরও পড়ুন
- নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
- পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু
- মিরপুরে ফেনসিডিল ও বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার ১
- চাঁদপুরে ডাকাতের হাতে নিহত ৭
- এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন
- মাধবদীতে টেক্সটাইল মিল মালিককে পিটিয়ে হত্যা
- কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ
- কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা