একবছরের জন্য রাবিতে কর্মচারীদের পোষ্য কোটা ১ শতাংশ
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ ০৩:২৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ ০৩:২৯ পিএম
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকতাদের সন্তানদের কোটা বাতিল করে কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১ শতাংশ কোটা পুনঃনির্ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। ফলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে পুনঃবহালের শঙ্কা দেখছেন শিক্ষার্থীরা।
এদিকে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগামীকাল ১০টার ভিতরে এই ১ শতাংশও বাতিল না করলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ১০টায় সকল প্রশাসনিক ভবনে তালা মারার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করলাম। আর প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ উল্লেখ করা হয়েছে ফলে আমরা আশঙ্কা করছি আগামীতে এ কোটা পুনঃবহাল হতে পারে। অন্যদিকে অনেক হতদরিদ্র শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের থেকে কর্মচারীরা বেশি সুবিধাবঞ্চিত নয়।
তিনি শহিদের কসম নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের হাতে এখনো ১৬ ঘণ্টা সময় আছে ভাবার জন্য। এরপর আর সময় দেওয়া হবে না। জাস্ট ১০টায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। পোষ্য কোটা বাতিল না হলে অচল করে দেব এই রাবি শহিদের কসম।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলফি বলেন, পোষ্য কোটা ১ শতাংশও মেনে নেব না। এবারই পোষ্য কোটা বিলোপ করতে হবে। তাছাড়া প্রশাসনের প্রেস রিলিজ দেখে মনে হচ্ছে আগামীতে আবারো এ কোটা ফিরার সম্ভাবনা রয়েছে কেননা সেশন উল্লেখ রয়েছে।
পোষ্য কোটা কেবল ২০২৪-২৫ সেশনের জন্যই কি-না এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য (শিক্ষা) মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, প্রতিবছর ভর্তি পরীক্ষার জন্য আলাদা কমিটি হয়। এই সেশনের জন্য যে কমিটি ছিল তারা এই সেশনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে যে কমিটিগুলো হবে তারা সিদ্ধান্ত নিবেন পোষ্য কোটা থাকবে কি-না বা কত পার্সেন্ট থাকবে। তাছাড়া ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেকোনো সময় যেকোনো নিয়ম হতে পারে যেমন এ বছর জিপিএ যা আছে আগামী বছর বাড়তে পারে বা কমতে পারে। তাই এই সিদ্ধান্ত সবসময়ের জন্য নির্ধারিত এটা আমরা বলতে পারি না।
আরও পড়ুন
- ইবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮