1. »
  2. অর্থ বাণিজ্য

বছরের প্রথম দিনে দাম কমলো ডিজেল ও কেরোসিনের

বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ১১:০৯ এএম | আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ১২:০৪ পিএম

বছরের প্রথম দিনে  দাম কমলো ডিজেল ও কেরোসিনের

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জানুয়ারি মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য লিটারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেন যথাক্রমে ১২১ টাকা এবং ১২৫ টাকায় বিক্রি হবে, যা আগের মতোই রয়েছে।

বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়, তার ৭৩ শতাংশের বেশি ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্প এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রসহ নানা ক্ষেত্রে ডিজেলের ব্যবহার রয়েছে।

জ্বালানি বিভাগের সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার। এর আগে অক্টোবরে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জ্বালানি তেলের দামে নিয়মিত সমন্বয় করছে। সর্বশেষ জানুয়ারির জন্য নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা গত নভেম্বরে ঘোষিত মূল্যের তুলনায় সামান্য হ্রাস পেয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নীতিমালা অনুযায়ীই এই পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বাজারে স্থিতিশীলতা আনতে ভবিষ্যতেও এমন সমন্বয় অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে জ্বালানি বিভাগ।

এর আগে আওয়ামী সরকার ২০২১ সালের ৩ নভেম্বর ডিজেল-কেরোসিনের দাম ২৩% বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করে। যা ওই দিনেই কার্যকর হয়েছিল। 

আর দাম বাড়ানোর কারণ হিসেবে বলেছিল,  আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। 

ডিজেলের মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক বাস ভাড়াসহ সমস্ত পরিবহন ভাড়া বাড়ানো হয়। বেড়ে যায় সকল নিত্য পন্যের দাম। 

এ নিয়ে সে সময় সাধারণ জনগণ চরম অস্বস্তি প্রকাশ করে। কিন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দেখাইতে পারেনি। কারণ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের মধ্য দিয়ে জনগণকে ভয়-ভীতির মধ্য রেখেছিল।