এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৬ পিএম
সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন- এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।
সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি ছয় সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে।
আরও পড়ুন
- বিডিআর হত্যাকান্ড বিদ্রহ নয়, ছিল আ'লীগের দেশকে দূর্বল করার ষড়যন্ত্র : তদন্ত কমিশনের সভাপতি
- সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া
- যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় কমিশন : সিইসি
- এ বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক বলে ফরহাদ মজহারের স্ট্যাটাস
- আইন মন্ত্রণালয়ের অনুমতিতে ভারতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন ৫০ বিচারক