হবিগঞ্জের আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:৪১ পিএম
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ।
জানা যায়, দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।
এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পঞ্চগড়-লালমনিরহাটসহ সারাদেশে বৈইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
- ছয় ঘণ্টার পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
- নববর্ষের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা
- সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’
- সাময়িক বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে ‘ রং-কালি ও গণজুতা নিক্ষেপ’