1. »
  2. রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করলেন কায়কোবাদ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:২৪ এএম | আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:৫২ পিএম

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করলেন কায়কোবাদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জানা গেছে, গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যান কায়কোবাদ। 

এসময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দীর্ঘ ১৩ বছর নির্বাসিত থেকে গত শনিবার দেশে ফেরেন কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি কায়কোবাদ। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী।

পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদকে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢালাও ভাবে মামলা দিতে থাকে। পরে গ্রেফতারের নামে গুম ও ক্রস্ফায়রে হত্যা করতে থাকে। 

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তার নামে দুটি মিথ্যা মামলায় দেওয়া হয় । পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলার নতুন চার্জশীট দাখিল করে। চার্জশীটে ৫২ জনকে আসামি করা হয়। 

২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় হয়। রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড ও কায়কোবাদসহ ১৯ জলের যাবজ্জীবন হয়। কায়কোবাদ ২০১৪ সালে থাইল্যান্ডে এবং ২০১৫ সাল থেকে দুবাইয়ে অবস্থান করেছেন।