গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : তারেক রহমান
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫০ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “ আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক তারেক রহমান বলেছেন, যারাই ভোটের অধিকার চেয়েছিল, মানুষের অধিকারের কথা বলেছিল তাদেরই হত্যা করেছিল ফ্যাসিষ্ট হাসিনা সরকার। নীলফামারীর গোলাম রব্বানী শুধু একজন নয়, গত ১৬ বছরে হাজারও নিরীহ লোককে নির্বিচারে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। যারা দেশের মানুষের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারব না। তাদের ত্যাগ প্রতিষ্ঠিত করতে হলে মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এসব অধিকার ফেরাতে গেলে দেশে সুষ্টু নির্বাচন দিয়ে গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কোন মসজিদ বা প্রতিষ্ঠানের নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ এমনকি সংসদ নির্বাচন হোক প্রতিটি ক্ষেত্রেই গনতান্ত্রিক ব্যাবস্থা ফেরাতে হবে।
আজ সোমবার (৩০) ডিসেম্বর নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নব-নির্মিত বাড়ী হস্তান্তরের সময় ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, সব শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য,শিক্ষা, কৃষি, বেকারত্ব সহ নানা ধরণের পুঞ্জিভুত সমস্যা পর্যাক্রমে সমাধান করতে হলে যারা জনগনের কথা বলে এবং তা বাস্তবায়নে অগ্রণি ভুমিকা রাখে আপনারা তাদের সাথে থাকুন।
স্বৈরাচার পালিয়ে গেলেও- তাদের প্রেত্বাতারা এখন দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বলে তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান। তিনি সবাইকে নিয়ে একটি স্বাভাবিক দেশ, যেমন দেশ মানুষ কল্পনা করে, তেমন একটি দেশ সকলে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে গড়তে হবে। সকলের মতামতের ভিত্তিতেই একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি আশা করেন। আমাদের সব দল ও মতের পার্থ্যক্য ভুলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, দেশের সামনে যেতে বাধাগ্রস্থ ও দেশের মানুষের চাওয়া-পাওয়া বাঁধাগ্রস্থ হবে এমন কোন মত পার্থক্য তৈরী করা যাবে না। এ ব্যাপারে তিনি সবাইকে সচেতন থাকার আহবান করেন।
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, এদেশের মানুষের সুচিকি’সার জন্য স্বাস্থ্য কার্ডের ব্যাবস্থা করা হবে। আজকের স্বৈরাচারী সরকার পতনের পিছনে এসব আহত ও নিহতদের অনবদ্য অবদান রয়েছে বলে তিনি জানান। দেশের শিক্ষা ব্যবস্থার অব্যবস্থার কথার উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যাবস্থার আমুল পরিবর্তন করতে হবে।
আমরা বিএনপি পরিবার এর আহব্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি‘র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভি, বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আশরাফ উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক অঅব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপি সভাপতি সামসুজ্জামান সামু, নীলফামারী জেলা বিএনপি সভাপতি অ,খ,ম,আলমগীর সরকার, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। সভায় ১৬ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
আরও পড়ুন
- বিএনপির ৩ জেলার কমিটি বিলুপ্ত
- মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ছবক শুনতে জাতি রাজি নয় : গয়েশ্বর রায়
- আ'লীগ নিজেদের পকেট ভারী করে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে : মির্জা ফখরুল
- নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ : মঈন খান
- আজ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
- নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা তারেক রহমানের
- খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করলেন কায়কোবাদ
- মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা