নীলফামারীতে শহীদ পরিবারকে নব-নির্মিত বাড়ি উপহার দিলেন তারেক রহমান
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩২ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৩ পিএম

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) গোলাম রাব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, 'আমরা বিএনপি পরিবার'- এর আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলু, 'আমরা বিএনপি পরিবার'- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
নির্মিত বাড়ীটির নাম রাখা হয়েছে শহীদ গোলাম রাব্বানী ভিলা। হস্তান্তরকালে বাড়িতে শহীদ গোলাম রাব্বানী ভিলা ফলক উন্মোচন করা হয়।
এর আগে, “আমরা বিএনপি পরিবার”- এর কেন্দ্রীয় সদস্য সচিব কৃষিবিদ মোকছদেুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের জন্য-‘আগামী সোমবার, বেলা ২টায় (৩০ ডিসেম্বর) নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
উল্লেখ্য, ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপির নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি