নীলফামারীতে শহীদ পরিবারকে নব-নির্মিত বাড়ি উপহার দিলেন তারেক রহমান
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩২ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৩ পিএম
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) গোলাম রাব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, 'আমরা বিএনপি পরিবার'- এর আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলু, 'আমরা বিএনপি পরিবার'- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
নির্মিত বাড়ীটির নাম রাখা হয়েছে শহীদ গোলাম রাব্বানী ভিলা। হস্তান্তরকালে বাড়িতে শহীদ গোলাম রাব্বানী ভিলা ফলক উন্মোচন করা হয়।
এর আগে, “আমরা বিএনপি পরিবার”- এর কেন্দ্রীয় সদস্য সচিব কৃষিবিদ মোকছদেুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের জন্য-‘আগামী সোমবার, বেলা ২টায় (৩০ ডিসেম্বর) নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
উল্লেখ্য, ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপির নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন
- মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ছবক শুনতে জাতি রাজি নয় : গয়েশ্বর রায়
- আ'লীগ নিজেদের পকেট ভারী করে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে : মির্জা ফখরুল
- নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ : মঈন খান
- আজ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
- নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা তারেক রহমানের
- খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করলেন কায়কোবাদ
- মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা
- গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : তারেক রহমান