ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে ‘ রং-কালি ও গণজুতা নিক্ষেপ’
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৫ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি করপোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে।
এর প্রতিবাদে আজ শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার প্রতিকৃতি পুনরায় অঙ্কন করেন এবং গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
ঢাকা মেট্রোরেলের ওই স্তম্ভ, যেখানে এই প্রতিকৃতি অঙ্কিত হয়েছিল, জনতার কাছে ইতোমধ্যেই তা ‘ঘৃণা স্তম্ভ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচি গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তীব্র ঘৃণার বার্তা হিসেবে কাজ করছে।
আয়োজকরা বলেন, ‘এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যা হাসিনার ১৬ বছরের দমন নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার খুনি চরিত্রকে তুলে ধরছে।’
আরও পড়ুন
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পঞ্চগড়-লালমনিরহাটসহ সারাদেশে বৈইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
- ছয় ঘণ্টার পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
- নববর্ষের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা
- হবিগঞ্জের আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
- সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’
- সাময়িক বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক