জাহাজে ৭ খুন : নৌ শ্রমিকদের পুর্বঘোষিত লাগাতার কর্মবিরতি শুরু
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ এএম | আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ এএম

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের গ্রেফতার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়াসহ বিভিন্ন দাবিতে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব আতিকুল ইসলাম টিটুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালনের কথা জানিয়েছে সংগঠনের নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেডারেশনের সভাপতি মো: শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে বলেছেন যে এমভি আল-বাখেরা জাহাজে নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এজন্য বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত ২৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট অর্থাৎ ২৭ ডিসেম্বর সূচনালগ্ন থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরুর আহ্বান জানিয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যেতে বেসিক ইউনিয়ন ও শাখার নেতারাসহ সব নৌযান শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ফেডারেশন।
তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস