রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে : রিজভী
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৭ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে জুলাই-আগস্টের এ আত্মত্যাগের কী দাম থাকবে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কীভাবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।
বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
আরও পড়ুন
- সচিবালয়ে অগ্নিকাণ্ডে মির্জা ফখরুলের উদ্বেগ
- আগুনের সঙ্গে সম্পৃক্তদের আজকের মধ্যেই আইনের আওতায় আনতে হবে : ফারুক
- নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
- ১৭ বছর পর কারামুক্ত আব্দুস সালাম পিন্টু
- ১৭ বছর পর কারামুক্ত হচ্ছেন বিএনপি নেতা পিন্টু
- যখনই নির্বাচন হবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে : আব্দুস সালাম
- নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্ন দেখা দেবে : দুদু
- ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের রক্তে অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয় : শিমুল বিশ্বাস