ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন নির্দেশনা
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ এএম | আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ এএম
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে প্রবাসী আয়ের ডলার সর্বোচ্চ ১২৩ টাকায় কেনার নির্দেশনা দিয়েছে। এই মৌখিক নির্দেশনার ফলে ডলারের দর আরও তিন টাকা বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। এতদিন এই দর ছিল ১২০ টাকা।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের কয়েকজন ট্রেজারি প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত দুই বছর ধরে ডলার বাজারে অস্থিরতা বিরাজ করলেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। তবে সম্প্রতি কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কিনতে শুরু করলে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়।
ব্যাংকাররা জানিয়েছেন, পুরোনো আমদানি দায় পরিশোধের জন্য ডিসেম্বর মাসে ডলারের চাহিদা বেড়ে যায়। ফলে কয়েকটি ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কেনা শুরু করে, যা অন্য ব্যাংকগুলোকেও বাড়তি দামে ডলার কিনতে বাধ্য করে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে ডলার কেনার ঘটনায় ১৩টি ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে। এ তালিকায় রাষ্ট্রীয় মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১১টি ব্যাংক রয়েছে।
এক বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ডিসেম্বর মাসে পেমেন্টের মেয়াদ থাকায় ডলারের চাহিদা বেড়েছে। তাই ব্যাংকগুলো বাড়তি দামে রেমিট্যান্স কিনতে বাধ্য হয়েছে। তবে এখন বাংলাদেশ ব্যাংক ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার সীমা নির্ধারণ করেছে।"
শেষ দুই দিনে ডলার মার্কেটে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও ডলারের উচ্চ চাহিদা এবং পেমেন্টের চাপের কারণে বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ব্যাংকারদের আশা, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ডলার বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।
আরও পড়ুন
- পোশাক শিল্পে রফতানির ক্রয়াদেশ বাড়ছে
- বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পেলো বাংলাদেশ
- রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার
- আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ : ড. হোসেন জিল্লুর
- বিশ্বব্যাংক থেকে ঋণ পেল বাংলাদেশ
- পেঁয়াজ ও আলুতে স্বস্তি, বেড়েছে মুরগি ও চালের দাম
- খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানোয় আইএমএফের উদ্বেগ
- শিগগিরই চালু হচ্ছে ৬ চিনিকল : স্থগিতাদেশ প্রত্যাহার