1. »
  2. অপরাধ

মিরপুরে ফেনসিডিল ও বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার ১

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৪ পিএম

মিরপুরে ফেনসিডিল ও বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার ১

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা চারটার সময় কুষ্টিয়া মিরপুর বহলবাড়িয়া সড়কের সাতবাড়িয়া মাঠ এলাকায় পুলিশের চেকপোস্ট পরিচালনা করে আদিল হোসেন (৩২) নামের মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার মিরপুর এলাকায় চুরি ছিনতাই এর প্রবণতা বৃদ্ধি পাওয়াতে গত সোমবার দিবাগত রাত্রে থেকে মিরপুর থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে আসছিল। এমতাবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর তিনটার সময় মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকের নেতৃত্বাধীন মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাতবাড়ীয়া মাঠে অতিরিক্ত পুলিশ নিয়ে চেকপোস্ট ডিউটি জোরদার করে। পরবর্তীতে বেলা চারটার সময় বহলবাড়িয়া থেকে নোয়াপাড়াগামী সড়কের সাতবাড়িয়া মাঠ এলাকায় কুষ্টিয়ামুখি একটি ট্রাক গতিরোধ করে ট্রাকে তল্লাশি পরিচালনা করে পুলিশ। তল্লাশি পরিচালনা সময় ট্রাকের চালকের সিটের নিচে থেকে একটি সাদা বস্তার মধ্য থেকে ১৪৮ বোতল ফেনসিডিল ও চালকের স্টিয়ারিং এর ড্রয়ার থেকে পলিথিনে পেঁচানো একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

এ সময় উক্ত মাদক ও অস্ত্র বহনের দায়ে গাড়ির চালক আদিল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা চেকপোস্ট বসিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে মিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।