রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ২
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৬ পিএম
কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ১ হাজার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের মৃত সুলেমানের ছেলে আবুল খায়ের (৬০) এর পরিচয় পাওয়া গেলেও নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
নিহত আবুল খায়েরের ভাতিজা মো. মুজিবুল্লাহ বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা নেই। দাউ দাউ করে যখন আগুনে ক্যাম্পের ঘর গুলো জ্বলে যাচ্ছে সে সময় আমার চাচা বের হতে পারেনি। ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে গেছে। সেসব ঘর পুড়ে গেছে তারা কোনো কিছু বের করতে পারেনি। সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরলে আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করেন। দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১ শিশু সহ দুই জন রোহিঙ্গা নিহত হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসতঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক ১ হাজার ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে শিশুসহ ২ জন নিহত হয়।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি এক শিশুর পরিচয় পাওয়া যায়নি। আগুনের ঘটনা জানার পরে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
- পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, ৩ কৃষক নিহত
- কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
- শ্রীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
- কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
- নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭ : আহত ৭৪৭
- দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- নওগাঁয় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু
- অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫