1. »
  2. সমগ্র দেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : ৪ শতাধিক ঘর পুড়ে ছাই, ২ মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : ৪ শতাধিক ঘর পুড়ে ছাই, ২ মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শতাধিক বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।