১৭ বছর পর কারামুক্ত আব্দুস সালাম পিন্টু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৭ পিএম
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা ফটকে স্বজন ও বিপুল নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।
কাশিমপুর কারাগার পার্ট ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, গতকাল আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় । মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন ।
বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন
- সচিবালয়ে অগ্নিকাণ্ডে মির্জা ফখরুলের উদ্বেগ
- রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে : রিজভী
- আগুনের সঙ্গে সম্পৃক্তদের আজকের মধ্যেই আইনের আওতায় আনতে হবে : ফারুক
- নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
- ১৭ বছর পর কারামুক্ত হচ্ছেন বিএনপি নেতা পিন্টু
- যখনই নির্বাচন হবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে : আব্দুস সালাম
- নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্ন দেখা দেবে : দুদু
- ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের রক্তে অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয় : শিমুল বিশ্বাস