সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন জ্যোতি
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম | আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম
দুই দিন আগেই বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট। আর নারীদের লঙ্গার ভার্সনের খেলা শুরু হতে না হতেই ইতিহাস হয়ে গেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার ইতহাস হয়েছেন তিনি।
গত দুই দিনে একাধিক ক্রিকেটার সেঞ্চুরি করার দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত কেউই এ কীর্তি গড়তে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে খেলা জ্যোতি গতকাল ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পর আজ পান শতকের দেখা।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে জ্যোতি শেষ পর্যন্ত ২০ চার ও ২ ছক্কায় ২৫৩ বলে ১৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
জ্যোতি সেঞ্চুরি করেন ২১৫ বলে। জ্যোতির আগে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন উত্তরাঞ্চলের ফারজানা হক, শারমিন আখতার ও দক্ষিণাঞ্চলের আয়েশা রহমান। তবে তারা আউট হন যথাক্রমে ৮৬, ৮৮ ও ৯৪ রানে।
আরও পড়ুন
- ইতিহাস গড়া অস্ট্রেলিয়ান ব্যাটারের সাফল্যের নেপথ্যে বাংলাদেশি কোচ
- রাজধানীর যেসব সড়কে চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!
- বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশের
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশের
- ৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
- বিজয় দিবসে দেশবাশিকে জয় উপহার টাইগারদের
- বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা