চাঁদপুরে ডাকাতের হাতে নিহত ৭
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:১০ পিএম | আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:১০ পিএম

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলা কাটা লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। এছাড়া একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
আজ সোমবার দুপুরে এ খবর জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।
তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্ন ঘটনা। সেখানে এমভি আল বাখেরা নামক নোঙর করা একটি জাহাজে লাশগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের জানানো হয়।
নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেয়া হয়। জবাইকৃত সাতজনের সবাই জাহাজের স্টাফ। এছাড়া আরও একজন গলাকাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনই সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাব।
আরও পড়ুন
- চার দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির
- ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
- মোজাম্মেলকে টাকা দিলে সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ
- রাজধানীর আলোচিত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রেফতার
- বিএনপির ৮৪৮ নেতাকর্মী হত্যায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা
- গুলশানে টিউলিপের বিলাশবহুল টাওয়ারের খোঁজ পেয়েছে তদন্ত কমিটি
- সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরে ডিলিট
- ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর বিমানবন্দরে গ্রেফতার