কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম | আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম

কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৬), ভুবনগড় এলাকার মরহুম মনির হোসেনের ছেলে মো: মিনহাজুল (১৫) ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৪)।
নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনেরই মৃত্যু হয়।
সোমবার সকালে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২