সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি : মির্জা ফখরুল
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:১১ পিএম | আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৮ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই বিএনপি নির্বাচন চায়। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছিল।
আজ রবিবার বিকেলে পঞ্চগড়ে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে একটি ভয়, ত্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। জনগণকে বোকা বানিয়ে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু