1. »
  2. অপরাধ

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৩ পিএম

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে তারা। এদিকে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রেখেছে। এছাড়া সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও আছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ জনতা। তারা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

আর ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।