মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৪ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন।
তিনি বলেন, ‘তিনি (বেগম খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনানিবাসের সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।
আরও পড়ুন
- মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা
- সচিবালয়ে আগুন : তদন্তের রিপোর্ট জমা আজ
- আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সাময়িক বরখাস্ত সানজিদা
- নববর্ষে আতশবাজি-পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান
- সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে : প্রধান উপদেষ্টা
- আজ থেকে শুরু ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপ
- সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে ৭ সদস্যের কমিটি গঠন
- সচিবালয়ে আগুন ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ