টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ এএম | আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ এএম
তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০) ও আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষে আহত অন্তত ৩০ জন ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৫০-৬০ জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন
- বগুড়াস্থ জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদবৃন্দ'র শীতবস্ত্র বিতরণ
- পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ নিহত ৩
- সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত
- তিন ঘণ্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
- বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
- হত্যা মামলায় বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার
- রাজধানী রকড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
- পঞ্চগড় তাপমাত্রা নেমে ৮ ডিগ্রি, বৈইছে মৃদু শৈত্যপ্রবাহ