ডি-৮ সম্মেলনে যোগ দিতে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ এএম | আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ এএম
ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশে রওনা দেয়।
এর আগে, এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সফর ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
উপ-প্রেস সচিব জানান, কায়রোর ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’। এই প্রতিপাদ্য ভবিষ্যতের অর্থনীতিতে যুবশক্তি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্বকে তুলে ধরবে। বাংলাদেশের জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং-৮ সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার জন্য কাজ করে।
আরও পড়ুন
- এ বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক বলে ফরহাদ মজহারের স্ট্যাটাস
- আইন মন্ত্রণালয়ের অনুমতিতে ভারতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন ৫০ বিচারক
- আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না : মির্জা ফখরুল
- তরুণদের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : উপদেষ্টা সাখাওয়াত
- বিএনপি চেয়ারপার্সনের সাথে ‘ফিরোজায়’ সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
- বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
- ২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর : তাজুল ইসলাম