বিচার বিভাগ ধ্বংসের দায় সাবেক দুই প্রধান বিচারপতির : অ্যাটর্নি জেনারেল
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৯ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক দুই প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনকে দায়ী করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে আবারও ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের পর আরেক সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দায়ী।
এদিকে রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থি।
আরও পড়ুন
- জি কে শামীমের ৫ বছর কারাদণ্ড, মা খালাস
- কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
- ফের চার দিনের রিমান্ডে পলক
- ঘুষ লেনদেন অভিযোগের মামলায় তারেক রহমানসহ ৮ জনকে বেকসুর খালাস
- বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
- অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর
- নতুন দল নিবন্ধনের জারি করা গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
- দুই দফায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মীর আগাম জামিন