১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস : মোদি
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ ১২:২০ পিএম | আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ ১২:২০ পিএম

পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে, তা ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসেনরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন।
নরেন্দ্র মোদির পোস্টে লেখা হয়, ‘আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’
নরেন্দ্র মোদির এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’
হাসনাত লিখেন,‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’
আরও পড়ুন
- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ভারত
- ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ
- গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত
- বাংলাদেশের জনগণ ও ড.ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত
- গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৬০
- গাজার হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
- প্রেসিডেন্ট এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
- ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত