অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৫ পিএম | আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৫ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পার্লামেন্টের ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত করা হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের ২০৪ জন আইনপ্রণেতা ইওলের বিপক্ষে ভোট দিয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বল্পস্থায়ী সামরিক আইন প্রয়োগের প্রচেষ্টার জন্য তার পদত্যাগের দাবি ওঠে। তবে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর তার নিজস্ব ক্ষমতাসীন দলও তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর পরেই প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত হলেন।
প্রতিবেদনে আরো বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকেলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অভিসংশনের লক্ষ্যে অনাস্থা ভোটের আয়োজন করা হয়। এতে ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে ৮৫ জন বিপক্ষে, তিনজন ভোটদানে বিরত ছিলেন এবং চারটি ভোট বাতিল হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। ওই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওই দিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।
দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।
আরও পড়ুন
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
- ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন
- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ভারত
- ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ
- গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত
- বাংলাদেশের জনগণ ও ড.ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত
- গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৬০