1. »
  2. অর্থ বাণিজ্য

সবজিতে সয়লাব বাজার, তবুও অস্বস্তিতে ভোক্তারা

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:২০ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:২০ পিএম

সবজিতে সয়লাব বাজার, তবুও অস্বস্তিতে ভোক্তারা

১২ মাসে ৬ ঋতুর দেশ বলা হয় বাংলাদেশকে। একেক ঋতুর একেক বৈশিষ্ট্য। যেমন শীতকালকে ধরা হয় সবজি উৎপাদনের সেরা সময়। তাই এই সময়টায় মানুষ তাদের সবজির চাহিদা মেটাতে অনেকটায় নির্ভরশীল। তবে শীতকালীন সবজি বাজারে আসলেও উচ্চ মূল্যে অনেকটায় অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এদিন সবজির ভরা মৌসুমেও দু-একটা ছাড়া কোনো সবজিই ৬০-৭০ টাকার নিচে বিক্রি হতে দেখা যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সিন্ডিকেট মুক্ত বাজার হবে, দাম কমবে নিত্যপণ্যের- এমনটাই আশা ছিলো সাধারণ মানুষের। তবে এ পর্যন্ত খুব একটা স্বস্তি মিলেনি। নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নাজেহাল সাধারণ মানুষ। পারছেন না আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি মিলাতেও।

বাজারে ফুলকপি সাইজভেদে ৪০-৫০ টাকা পিস, বাঁধাকপি ৪০ টাকা পিস, শালগম ৬৫-৭০ টাকা কোজ, মুলা ৫০ টাকা কেজি, শিম ৮০ টাকা কেজি, বরবটি শিম ১০০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা কেজি, বেগুন ৭০-৭৫ টাকা কেজি, টমেটো ১৪০-১৬০ টাকা কেজি, ঝিঙে ৬০ টাকা কেজি, উচ্ছে ১০০ টাকা কেজি, মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি, কাঁচা টমেটো ৬০ টাকা কেজি, সাইজভেদে লাউ ৫০-৬০ টাকায় বিক্রি কর‍তে দেখা যায়।

এছাড়াও প্রতি কেজি নতুন আলু ১০০ টাকা, পুরাতন আলু ৭৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০-১৩০ টাকা কেজি, রসুন ২৪০-২৬০ টাকা কেজি, আদা ১৪০-১৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

আমিষের বাজার ছিলো স্থিতিশীল। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৯০ টাকা কেজি, সোনালি মুরগি ৩১০ টাকা কেজি, দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি, গরুর মাংস ৬৫০-৭০০ টাকা কেজি ও ডিম ডজন প্রতি ১৪৫-১৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ক্ষোভ প্রকাশ করে ভোক্তা আব্দুর রহীম বলেন, আগে ত বলতো সিন্ডিকেটের কথা, এখন সিন্ডিকেট কারা? মানুষ খেয়ে-না খেয়ে আছে। এখন সবজির দাম কম হবার কথা কিন্তু দাম তো কম না। এখনো দাম বেশি। শীতকাল চলে আসছে কিন্তু দাম কমে না৷ আগে বেগুন ফালাইয়াও দিছে দেখছি, ৫-১০ টাকা কেজি কিন্তু সেই বেগুনই এখনো ৬০-৭০ টাকা কেজিতে কিনতে হচ্ছে।

সবজির দোকানদার মুস্তফা বলেন, দাম যে একদমই কমছে না তা না, কিছুটা কমছে। এখন সবাই আইসা আমাদের ধরে, দাম কমে না কেন? আমরা পাইকারি বাজার থেকে যা কিনে তাই তো বিক্রি করতে হয়। পাইকারি বাজারে দাম না কমলে আমরা কমে বিক্রি করবো কিভাবে।