বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪১ পিএম
২০১১ সালে নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্র দলকে ৯ উইকেটে হারিয়ে একদিনের আন্তর্জাতিকের মর্যাদা লাভ করে বাংলাদেশ দল। এরপর এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পায়নি নারী ক্রিকেটাররা। অবশেষে ১৩ বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন টাইগ্রেস মেয়েরা। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
রাজশাহীর দুটি ভেন্যু, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড এবং শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম, টুর্নামেন্টের আয়োজন করবে। এ প্রতিযোগিতার ম্যাচগুলো হবে তিন দিনব্যাপি। ২১ ডিসেম্বর থেকে দক্ষিণ জোনের মেয়েরা লড়বে ইস্ট জোনের মেয়েদের বিপক্ষে আর সেন্ট্রাল জোন মুখোমুখি হবে নর্থ জোনের। ২৬ ডিসেম্বর দক্ষিণ জোন নর্থ জোনের বিপক্ষে আর সেন্ট্রাল জোন ইস্ট জোনের বিপক্ষে খেলতে নামবে।
চার দলের স্কোয়াড-
ইস্ট জোন: ফাহিমা খাতুন, দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।
সেন্ট্রাল জোন: নিগার সুলতানা, মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মÐল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
নর্থ জোন: সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
দক্ষিণ জোন: রাবেয়া, শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।
আরও পড়ুন
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!
- বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশের
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশের
- ৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
- বিজয় দিবসে দেশবাশিকে জয় উপহার টাইগারদের
- ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
- অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পিছিয়ে পড়ল ভারত
- টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ