গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলো র্যাব
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৬ পিএম
গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলো র্যাব।
আজ বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ ক্ষমা চান।
তিনি বলেন, ‘নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র্যাব।’
আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য।’
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘গুম, খুন ও অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র্যাবের বিরুদ্ধে।’ র্যাব কর্তৃক যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে এ সময় ক্ষমা চান মহাপরিচালক।
সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘র্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
৫ই আগস্টের পর থেকে জঙ্গি ঘটনাকে নাটক বলা হয়-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি ছিলো, তাদের বিরুদ্ধে র্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।’
র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।’
তিনি বলেন, ‘৫ই আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আরও পড়ুন
- ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না
- আন্দোলনে আহত ৭৫ শতাংশ ছাত্র-জনতা বিষন্নতায় ভুগছেন : জরিপ
- ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা : আসিফ নজরুল
- সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা
- সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ১৩ কড়া নির্দেশনা
- অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে : সৈয়দা রিজওয়ানা
- শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে : প্রধান উপদেষ্টা
- বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : তারেক রহমান