মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা আইএইচটি ছাত্রদলের মানববন্ধন
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৩ পিএম
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা রাক্ষাকারি বাহিনীর নির্মম হত্যাকান্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযত বিচারের দাবিতে ঢাকা আই এইচ টি শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আই,এইচ,টি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি আসাদুল শিকদার, প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান রুয়েল বিপ্লবী সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাসেল বাবু বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, সঞ্চালনায় ছিলেন আশিক জামাল বিপ্লবী সাধারণ সম্পাদক আই এইচ টি কলেজ শাখা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।
আরও পড়ুন
- শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর
- বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী