আজ থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় : আপিল বিভাগ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৩ পিএম
‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্টের এ বেঞ্চ।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর ২ মার্চ ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন
- ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান
- আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
- অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
- আদালতে হাই কমোড চাইলেন পলক
- আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি : প্রধান বিচারপতি
- দেশের প্রতিটি কোণে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে : প্রধান বিচারপতি
- অর্থ পাচার মামলার দণ্ড থেকে গিয়াস উদ্দিন আল মামুন খালাস
- আমান উল্লাহ আমানের ৭ বছরের কারাদণ্ড বাতিল