1. »
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহীদের অন্তর্বর্তী সরকার গঠন

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ১২:১৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ১২:১৮ পিএম

সিরিয়ায় বিদ্রোহীদের অন্তর্বর্তী সরকার গঠন

সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছেড়ে পালানোর পর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। এই সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মেদ আল-বশির।

৪১ বছর বয়সী মোহাম্মেদ আল-বশির ইদলিব অঞ্চলের বিদ্রোহী সরকার ‘ন্যাশনাল সালভেশন কাউন্সিল’-এর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্র তার মনোনয়ন নিশ্চিত করেছে।

আল-জাজিরার বরাতে জানা গেছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মতি দেওয়ার পর মোহাম্মেদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

গত রোববার (৮ ডিসেম্বর) ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ‘সিরিয়া এখন মুক্ত’ ঘোষণা দেয়। দীর্ঘদিন রাশিয়ার মিত্রতা এবং সামরিক সহায়তায় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ তার পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। রাশিয়া মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে।

মোহাম্মেদ আল-বশির ১৯৮৩ সালে ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে জন্মগ্রহণ করেন। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষে ইদলিব ইউনিভার্সিটিতে শরিয়াহ ও আইন নিয়ে শিক্ষাগ্রহণ করেন।

তিনি বিপ্লবী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের শরিয়াহ শিক্ষা বিভাগের পরিচালক এবং উন্নয়ন ও মানবিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন।

সিরিয়ার এই রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্রোহীদের নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাবে কি না এবং দেশটির স্থিতিশীলতা ফেরাতে তারা কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তা সময়ই বলে দেবে।