গাবতলীতে সেচ মেশিনের বিরোধে ছুরিকাঘাতে নিহত ১
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৯ পিএম | আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৯ পিএম
বগুড়ার গাবতলী সোনারায় ইউনিয়নের তেলিহাটা ফকিরেপাড়া গ্রামে বরেন্দ্র সেচ মেশিন ও ধান ভাগ ভাগবাটোরা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজল (৫০) নামের এক কৃষক খুন হয়েছে।
এ ঘটনায় সোহেল ও রুবেল নামের আরো ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টায়। নিহত সজল ওই গ্রামের মহির উদ্দীনের ছেলে। সে একজন আদর্শ কৃষক।
স্থানীয়রা জানায়, প্রায় ২বছর ধরে বরেন্দ্র একটি সেচ মেশিনের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে তেলিহাটা গ্রামের সিরাজুল ইসলামের সাথে নিহত সজল ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছিল। ঘটনাদিনে সজল তার জমিতে ধান বাঁধাই করছিল। এসময় প্রতিপক্ষ ধারালো ছুরি দিয়ে সজলের পেটে ছুরিকাহত করে। আঘাতের কারনে সজলের নারীভুড়ী বের হলে ঘটনার স্থানেই তার মৃত্যু হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সোহেল ও রুবেল নামের ২জন গুরুতর ভাবে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, ছুরিকাঘাতে সজল নামের এক কৃষক খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
আরও পড়ুন
- কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬
- বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
- ঘন কুয়াশার চাদরে দিনাজপুর, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
- ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন সাবেক সেনা সদস্যরা
- ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার
- পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি