সহিংসতায় ৩৭০০০০ সিরিয় বাস্তুচ্যুত : জাতিসংঘ
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৭ পিএম | আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৭ পিএম

সিরিয়ায় সহিংসতার বৃদ্ধির পর থেকে প্রায় ৩,৭০০০০ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (OCHA) শুক্রবার জানিয়েছে, সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির পর থেকে অন্তত ৩,৭০,০০০ বাস্তুচ্যুত হয়েছে। যার মধ্যে ১,০০,০০০ সিরিয় একাধিকবার তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন। এই বাস্তুচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু।
দেশটিতে অবস্থান করা তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম গত মাসে আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বড় পরিসরে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে।
এরপর থেকেই রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে।
সিরিয়া ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের কবলে রয়েছে। সিরিয় সরকারের দাবি, পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
আরও পড়ুন
- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ভারত
- ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ
- গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত
- বাংলাদেশের জনগণ ও ড.ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত
- গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৬০
- গাজার হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
- প্রেসিডেন্ট এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
- ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত