নরসিংদীতে সংঘর্ষে বর্তমান-সাবেক ২ ইউপি সদস্য নিহত
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৭ পিএম | আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৭ পিএম
নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫), সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তারা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতরা হলেন- আমির হোসেন (২১), রাব্বি মিয়াসহ (২৪)। বাকি আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। নারীসহ দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানাচ্ছি।
আরও পড়ুন
- মাধবদীতে টেক্সটাইল মিল মালিককে পিটিয়ে হত্যা
- কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ
- কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা
- হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান রহমানের ৩৬ হাজার কোটি টাকা দুর্নীতি
- ‘ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা’
- পাসপোর্ট কেড়ে নিয়ে ভারতে হিন্দু নির্যাতনের সাজানো সাক্ষাৎকার
- মুন্নী সাহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন
- পাসপোর্ট সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবায় : টিআইবি