1. »
  2. রাজনীতি

ভারতের সঙ্গে তখনই বন্ধুত্ব হবে যখন আমাদের সম্মান করবে : ডা. জাহিদ

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৬ পিএম | আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৭ পিএম

ভারতের সঙ্গে তখনই বন্ধুত্ব হবে যখন আমাদের সম্মান করবে : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যখন আপনি আমাকে সম্মান করবেন আমিও আপনাকে সম্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা। 

আজ শুক্রবার হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, আমরা সবার সাথে প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতা নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভুখন্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসক বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে। আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশে সংখ্যালঘুদের কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। 

তিনি আরও বলেন, কাজেই যারা এই সমস্ত কথা বলেন আমাদের উস্কানি দেওয়ার চেষ্টা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন তাদের জন্য সুষ্পষ্ট বার্তা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ কোনো ধরনের উস্কানিতে পা দিবে না। আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি। দেশকে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছি। 

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।